সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৯শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সকল সাইটের ভিডিও এক সাথে সার্চ করুন

admin | May 16, 2008, 11:05 AM

অনলাইনে ভিডিও শেয়ারিং এখন বেশ জনপ্রিয়। বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটে ভিন্ন ভিন্ন ভিডিও পাওয়া যায়। কিন্তু পছন্দের ভিডিও সার্চ করতে গেলে প্রত্যেকটি সাইটের আলাদা আলাদা ভাবে প্রবেশ করে সার্চ করতে হবে। কিন্তু আপনি চাইলে ড্যাডএক্স থেকে একই সাথে সকল ভিডিও শেয়ারিং এর ভিডিও সার্চ করতে পারেন। এখানে কীওয়ার্ড লিখে এন্টার করলে ইউটিইব, গুগলভিডিও, মেটাক্যাফে, ব্রেক, লাইফ ভিডিও, ডেইলি মোশন ইত্যাদি সহ বিশটি ভিডিও শেয়ারিং থেকে ফলাফল একই পেজে সার্চ করে দেবে। ফলে আপনি সহজেই পছন্দের ভিডিও এর ঠিকানা পেয়ে যাবেন। সাইটটি গুগলের সাহায্যে নির্মিত। সাইটির ঠিকানা www.dadx.com|

মন্তব্য করুন