৭-পিডিএফ দ্বারা ওয়েবপেজকে পিডিএফ করা

ওয়েবপেজকে পিডিএফ বানানোর বিভিন্ন সফটওয়্যার এবং ব্রাউজারের জন্য প্লাগইন আছে। তবে এগুলোর মধ্যে ৭পিডিএফ বেশ ভালো। এতে নির্দিষ্ট পেপার সাইজে পিডিএফ বানানো যায়। বাংলা ইউনিকোডও ভালোভাবে সমর্থন করে। ১.৫ মেগাবাইটের মত ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.7-pdf.de/download থেকে ডাউনলোড করা যাবে। ওয়েব পেজকে পিডিএফ করতে সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন। এবার জেনারেল সেটিংস থেকে পেপার সাইজ এবং অনান্য ট্যাব থেকে প্রয়োজনীও সেটিং পরিবর্তন করে উপরের বক্সে ওয়েবপেজের ঠিকানা লিখে Convert to PDF! বাটনে ক্লিক করলে উক্ত পেজটি পিডিএফ হবে এবং সেভ ডায়ালগ বক্স আসবে। এবার সেভ করলেই হলো।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস