ওয়েব পেজের নির্দিষ্ট অংশ প্রিন্ট বা পিডিএফ করা

অনেক সময় ওয়েব পেজের নির্দিষ্ট অংশ প্রিন্ট করতে বা পিডিএফ করার প্রয়োজন হয়। সেক্ষত্রে শুধু নির্বাচন করে একটি নির্দিষ্ট অংশ প্রিন্ট করা যায় কিন্তু ভিন্ন ভিন্ন যায়গার ভিন্ন ভিন্ন অংশ প্রিন্ট করা, সেভ করা বা পিডিএফ করা যায় না। কিন্তু প্রিন্ট হোয়াট ইউ লাইক ওয়েব সাইট দ্বারা আপনি আপনার ইচ্ছামত ওয়েব পেজের ভিন্ন ভিন্ন স্থান থেকে নির্দিষ্ট অংশ নির্বাচন করে বা কিছু অংশ মুছে ফেলে প্রিন্ট, সেভ বা পিডিএফ করতে পারবেন। এজন্য www.printwhatyoulike.com গিয়ে Enter a URL টেক্সট বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখে Start বাটনে ক্লিক করুন। তাহলে বামপাশে একটি প্যানেলসহ আপনার দেয়া ওয়েব পেজটি খুলবে। আপনি ওয়েব পেজের যে যে অংশটুক প্রিন্ট করতে চান তা মাউস দ্বারা ক্লিক করলে (উপরে মাউস রাখলে লাল বর্ডার আসবে) নির্বাচিত হবে। এভাবে আপনি ইচ্ছামত নির্বাচন করতে পারবেন। কোন কিছু মুছতে হলে নির্বাচন করে বাম পাশের প্যানেল থেকে Remove বাটনে ক্লিক করুন। নির্বাচন অংশটুক অনির্বাচন করতে চাইলে আবার ক্লিক করুন সবটুকু অনির্বাচন করতে চাইলে Clear বাটনে ক্লিক করুন। এভাবে আপনি পটভুমির ছবি বা রঙ মুছে ফেলা, ফন্ট পরির্বতন, ফন্টের সাইজ ছোট বড় করতে পারবেন। আর সব কাজেরই আনডু/রিডু করার সুযোগ আছে। এর সাথে আরো পেজ যুক্ত (Add Page) করতেও পারবেন। সব শেষে Print বাটনে ক্লিক করে প্রিন্ট করতে করুন। আর PDF বা HTML হিসাবে সেভ করতে চাইলে Save as থেকে PDF বা HTML নির্বাচন করলেই হবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস