ওয়েব পেজের কিছু অংশকে টুইটারে বা ফেসবুকে শেয়ার করা
ওয়েবসাইট ব্রাউজ করতে করতে কোন লেখা বা শিরোনাম পছন্দ হলে তা টুইটারে বা ফেসবুকে শেয়ার করতে হলে সাদারণত কপি করে শেয়ার করতে হয়। যদি উক্ত সাইটে সামাজিক সাইটে শেয়ার করার সুযোগ থাকে তাহলে অবশ্য পেজটির শিরোনামটুক শেয়ার করা যায়। কিন্তু নির্দিষ্ট অংশ শেয়ার করা ঝামেলার হয়। ফায়ারফক্স ব্যবহারকারীরা ‘স্ট্যটাসআস’ এ্যাড-অন্স দ্বারা সহজেই যেকোন লেখা নির্বাচন করে টুইটারে বা ফেসবুকে শেয়ার করতে পারেন।
এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/268258/ থেকে ইনস্টল করা যাবে। ইনস্টল শেষে ফায়ারফক্স পুনরায় চালু করুন। এবার যে লেখা শেয়ার করতে চান সেই লেখাটুক নির্বাচন করে মাউসের ডান বাটন ক্লিক করে Statusus এ ক্লিক করুন। এখানে Facebook বা Twitter এ ক্লিক করে শেয়ার করুন।
nice post