স্ক্রিনসেভার হিসাবে ডিফ্রাগমেন্টেশন করা

ডিক্স ডিফ্রাগমেন্টেশন টুলসের সাথে আমরা সকলেই পরিচিত। অনেকে সময়ের অভাবে ডিক্স ডিফ্রাগমেন্টেশন করতে পারে না। কম্পিউটার আইডেল থাকলে স্ক্রিনসেভার চালু হয়। ডিক্স ডিফ্রাগমেন্টেশনকে স্ক্রিনসেভার হিসাবে ব্যবহার করলে মন্দ হতো না। এরকমই একটি টুলস হচ্ছে Auslogics Disk Defrag ScreenSaver। এটি ইনস্টল করলে আর দশটি স্ক্রিনসেভারের মত স্ক্রিনসেভার পাওয়া যাবে। এই স্ক্রিন সক্রিয় করলে স্ক্রিনসেভার হিসাবে চালু হবে ডিক্স ডিফ্রাগমেন্টেশন। সফটওয়্যারটি www.auslogics.com/en/software/disk-defrag-screen-saver/download/ থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস