বর্তমানে কম্পিউটার ব্যবহারকারীরা ভাইরাসের অত্যাচারে বেশ নাকাল। ভাইরাস থেকে মুক্তি পেতে বিভিন্ন এন্টিভাইরাস ইনস্টল করে থাকে। এর মধ্যে ক্যাসপারস্কাই বেশ জনপ্রিয়। কিন্তু ক্যাসপারস্কাই এর কোন ফ্রি সংস্করণ নেই তবে ১ মাসের ট্রাইল হিসাবে ব্যবহার করা যায়। সমপ্রতি চীনা একটা সাইট ১ মার্চ ২০০৯ পর্যন্ত ৬ মাসের ট্রায়াল হিসাবে ব্যবহার করার জন্য একটিভিশন কোড দিচ্ছে।আপনি চাইলে নিচের পদ্ধতিতে ৬ মাসের ট্রায়াল সংস্করণের কোড দ্বারা ক্যাসপারস্কাই এন্টিভাইরাসটি ২০০৯ চালাতে পারেন।
এজন্য http://li.kaba365.com সাইটে যান। চীনা ভাষার এই সাইটে দুটি ছোট এবং একটি বড় টেক্সট বক্স দেখতে পাবেন। এটার দুটি বক্সে আপনার ইমেইল ঠিকানা লিখুন (বড় টেক্সট বক্সটি ফাকাঁ রাখতে পারেন) এবং পাশের বাটনটিতে ক্লিক করুন অথবা এন্টার কী চাপুন।
এবার পরবর্তী পেজের টেক্সট বক্সে ডানের ৫ ডিজিটের নম্বর লিখে বামের বাটনে ক্লিক করুন
নতুন ম্যাসেজ বক্স ক্যানসেল করুন।
ব্যাস এবার ইমেইল চেক করে দেখুন [email protected] ঠিকানা থেকে ২০ ডিজিটের একটিভিশন কোড সম্বলিত একটি মেইল এসেছ।
এবার www.kaspersky.com/kav_latest_versions ঠিকানা থেকে ক্যাসপারস্কাই এন্টিভাইরাসটি ২০০৯ ডাউনলোড করে ইনস্টল করুন। ইনস্টল করার সময়ে একটিভিশন উইন্ডোজে Activate later বাটনে ক্লিক করুন এবং Finish বাটনে ক্লিক করলে কম্পিউটার রিস্টার্ট হবে। একবার ট্রায়াল সংস্করণ হিসাবে একটিভ করলে এই কী কাজ করবে না।
এবার স্ট্যাটাসবারের ক্যাসপারস্কাই আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Settings এ ক্লিক করুন।
Settings উইন্ডোর বাম পাশের Options নির্বাচন করে ডানের Enable Self-Defense আনচেক করুন এবং Ok করে করুন।
এখন স্ট্যাটাসবারের ক্যাসপারস্কাই আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Exit করুন।
এখন C:\Program Files\Kaspersky Lab\Kaspersky Anti-Virus 2009\Skin\loc যান (যদি C: ড্রাইভে ইনস্টল করেছেন)। এখানে en নামের ফোল্ডারটি পরিবর্তন করে sch করুন।
এবার রেজিস্ট্রি এডিটর (Start > Run গিয়ে regedit লিখে OK করলে) খুলে HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\KasperskyLab\protected\AVP8\environment এ যান। এখানে Localization এর ভ্যালু en আছে যা পরিবর্তন করে sch করুন এবং রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন।
এবার Start Menu\Programs\Kaspersky Antivirus 2009 থেকে ক্যাসপারস্কাই এন্টিভাইরাসটি ২০০৯ চালু করুন। এবং Activate online নির্বাচন করে ইমেইলে পাওয়া কোড লিখে Next করুন।
এবার ফরমে আপনার ইমেইল ঠিকানা, দেশ এবং সিটি লিখে Continue করুন। তাহলে আপনার ইমেইলে ইউজার এবং পাসওয়ার্ড আসবে যা ভবিষ্যতে এই কম্পিটারে পূনরাই ইনস্টল করার জন্য প্রয়োজন হবে। এখন উপভোগ করুন ৬ মাসের ট্রায়াল ক্যাসপারস্কাই এন্টিভাইরাস ২০০৯। সবশেষে বাটনে Finish ক্লিক করে ডেটাবেসটি আপডেট করুন।
মন্তব্য বন্ধ করেছে, মন্তব্য করা যাবে না।
মেহেদী ভাই এই টিউনটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
একটিভিশন কোড সংগ্রহ করলাম,এখন ব্যাবহার করে দেখি।
মেহেদী ভাই আমি বর্তমানে আপনার দেওয়া Mcafee2009 ব্যাবহার করছি।
এখন Mcafee2009 এর ডেট শেষ হওয়ার পর এইটা ব্যাবহার করা যাবে কিনা?
ভাই একটু জানালে খুব উপকার হয়।ধন্যবাদ।
মেহেদী ভাই আমি দুইটা মন্তব্য দিয়েছিলাম কিন্তু এখন একটাও দেখছি না।
তাছাড়া আপনাকে একটা প্রশ্ন করেছিলাম,আপনি সেটার কোন উত্তর দেননি।
ব্যাপারটা ভাই আমি কিছুই বুঝলাম না। প্রশ্নটা হলো আমি আপনার
দেওয়া Mcafee2009 ব্যাবহার করছি।এখন এটার মেয়াদ শেষ হওয়ার পর
আমি কি ক্যাসপারস্কাই এন্টিভাইরাসটি ২০০৯ ব্যাবহার করতে পারবো।
ভাই দয়া করে একটু জানাবেন।ধন্যবাদ।
আপনি যে তারিখে কোড পাবেন সেই তারখি থেকে ১৮৩ দিন।
মেহেদী ভাই আপনাকে ধন্যবাদ।
I use kaspersky internet security 2009. then what can i do???
@Tony
What do you want???
Mehedi vai ami Vul Bosoto New message box ok kore felsi… Kono somossa hobe ki?Plz Plz Janaben.
Mehedi vai ar akta jnish…Self Defense Disable kore Kaj Gulo korar por ki punoray abar Self defense enable kora jabe?
fvB GLb Avi B‡gBj Gi Ni Av‡m bv †Kb?
I use kaspersky INTERNET security 2009. Then How could i get the 6 month activation code of KIS (kaspersky internet security) not KAV????
PLZ inform me…
vai… apnar step gula follow korlam..but kaspersky namate parlam nah… apni sitemap jemon bolesilen temon toh ase nah..akon amader ki koronio??
mehedi vai,
apnar poramorso moto oi website e gise but kono text box paini…..Plz tell me how can i get free trial for 6 months?
@zubaer
আপনি মনে হয় ঠিকমত লেখাটি পড়েননি। ১ মার্চ ২০০৯ পর্যন্ত এ সুযোগ ছিলো।
to get free kaspersky antivirus product key. After enter http://li.kaba365.com this site i am getting a different page where should i click to get that dialogue box what you explain in your first pic.plz solve my problem
আপনি কি আমার উপরের উত্তটি দেখেছেন?
এই সুযোগ ছিলো ১ মার্চ ২০০৯ পর্যন্ত ।