সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২০শে মার্চ, ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পছন্দের প্রোগ্রাম থাকবে সবচেয়ে উপরে

মেহেদী আকরাম | May 25, 2010, 8:48 PM

কিছু কিছু প্রোগ্রামে ‘Always on Top’ নামের একটি সুবিধা আছে ফলে উক্ত প্রোগ্রামটিকে অনান্য চলতি প্রোগ্রামের উপরে রাখা যায়। কিন্তু যেসব প্রোগ্রামে ‘Always on Top’ সুবিধা নেই সেগুলোকে উপরে রাখা যায় না। তবে ডেক্সপিনস নামের ৯৬ কিলোবাইটের ফ্রিওয়্যার একটি সফটওয়্যার দ্বারা এই সুবিধা পাওয়া যায়। সফটওয়্যারটি www.snapfiles.com/get/deskpins.html বা http://users.forthnet.gr/pat/efotinis/programs/deskpins.html থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করলে সিস্টেমট্রেতে একটি পিনের আইকন আসবে। এই আইকনে ক্লিক করলে মাউস পয়েন্টারটি পিন হবে, এখন যে সক্রিয় প্রোগ্রামের টাইটেলবারে পিনটি দ্বারা ক্লিক করবেন সেই প্রোগ্রামটি পিনআপ হবে এবং ‘Always on Top’ হিসাবে ব্যবহৃত হবে। ‘Always on Top’ বাদ দিতে চাইলে টাইটেলবারের লাল পিনের উপরে ক্লিক করলেই হবে।

২টি মন্তব্য

মন্তব্য করুন