রুফুজ বা Rufus হচ্ছে এমন একটি প্রোগ্রাম বা টুলস যেটা দিয়ে আপনি কুব সহজে USB ফ্লাশ ড্রাইভ (যেমন, পেনড্রাইভ, মেমোরি স্টিক ইত্যাদি) কে মুছতে ও বুটেবল USB ফ্লাশ ড্রাইভ তৈরি করতে পারবেন।
যে সকল কাজে এটা ব্যবহার করা হতে পারে।
মাত্র কয়েক মেগাবাইটের এই সফটওয়্যার দ্বারা আপনি UNetbootin, Universal USB Installer বা Windows 7 USB download tool এর চেয়েও কয়েকগুন গতিতে ISO ফাইল থেকে উইন্ডোজ ইউএসবি ড্রাইভ তৈরি করতে পারবেন।
ফ্রি এই সফটওয়্যারটি https://rufus.ie থেকে ডাউনলোড করতে পারবেন।