সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

লো লেবেলে ফরম্যাট করুন

admin | February 14, 2009, 9:45 AM

বিভিন্ন কারণে হার্ডডিক্স বা ফ্লাশ ডিস্কে সমস্যা হলে সাধারণ ভাবে ফরম্যাট করা যায় না বা ফরম্যাট হলেও ব্যবহার করা যায় না। এধনের ডিস্কগুলোকে লো লেবেলে ফরম্যাট করলে ডিস্কটি ব্যবহার উপযোগী করা যায়। HDD Low Level Format Tool সফটওয়্যার দ্বারা আপনি ফ্লাশ ডিস্কসহ S-ATA (SATA), IDE (E-IDE), SCSI, USB, FIREWIRE হার্ডডিস্ক ফরম্যাট করতে পারবেন। এই সফটওয়্যার ফ্লাশ ডিস্কসহ Maxtor, Hitachi, Seagate, Samsung, Toshiba, Fujitsu, IBM, Quantum, Western Digital কোম্পানীর হার্ডডিস্ক সমর্থন করে। মাত্র কয়েক কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটা www.hddguru.com সাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। তবে ইনস্টল করার পরে পোর্টেবল হিসাবে ব্যবহার করতে পারেন।

৫টি মন্তব্য

মন্তব্য করুন