সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৫ই জুন, ২০২৩ ইং | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পাসওয়ার্ড খোঁজার সফটওয়্যার

admin | March 5, 2007, 12:49 PM

আমরা নিরাপত্তার জন্য কম্পিউটারের বিভিন্ন ফরমেটের ফাইলে পাসওয়ার্ড দিয়ে থাকি। কিন্তু অনেক সময় আমরা তা ভুলে যায়। পাসওয়ার্ড ভুলে গেলেও তা উদ্ধার করার সফটওয়্যার আছে। এডভান্সট পাসওয়ার্ড রিকভারী সফটওয়্যার দ্বারা যেকোন রকমের পাসওয়ার্ড উদ্ধার করা যায়, তবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্যাকে ইনষ্টল করতে হবে। যেসকল প্রোগ্রামের পাসওয়ার্ড উদ্ধার করা যাবে সেগুলো হচ্ছে মাইক্রোসফট অফিস ২০০৩ এর পূর্ব পর্যন্ত, প্রোজেক্ট, মানি, পাবলিশার, ভিসিও, ওয়াননোট, ব্যাকআপ, সিডিউল+, মেইল, ইন্টারনেট এক্সপ্লোয়ার ৩/৪/৫, ভিবিএ প্রোজেক্ট, লোটাস ১-২-৩, ওয়ার্ড প্রো, কোরেল ড্র, ওয়ার্ড পারফেক্ট, প্যারাডক্স, কুইক বুকস, এক্রোবেট এবং উইন্ডোজ। সফটওয়্যারটি উইন্ডোজের যেকোন ভার্সনে ইনষ্টল করা যাবে। সফটওয়্যারটির নিজস্ব ওয়েবসাইট www.elcomsoft.com থেকে সফটওয়্যারের ট্রাইল ভার্সন ডাউনলোড করে ইনষ্টল করে ব্যবহার করা যাবে কিন্তু এই ট্রাইল ভার্সন ৪ (চার) সংখ্যার বেশী পাসওয়ার্ড উদ্ধার করতে পারে না। সেক্ষেত্রে সফটওয়্যারের সম্পূর্ণ সুবিধা পেতে হলে সফটওয়্যারটি কিনতে হবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন