সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৫ই জুন, ২০২৩ ইং | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফায়ারফক্স ৩ বিটা ৪ অবমুক্ত হলো

admin | March 14, 2008, 12:57 AM

উম্মুক্ত ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্স এখন বেশ জনপ্রিয়। বিনামূল্য এবং সোর্স কোড উম্মুক্ত হওয়ার ফলে এর সুবিধা বাড়ছে দিনে দিনে। সমপ্রতি মজিলা এই উম্মুক্ত ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্স ৩ এর বিটা ৪ অবমুক্ত হলো। মজিলার নিজস্ব ওয়েবসাইট www.mozilla.org থেকে ৪০টি ভাষাতে তিনটি অপারেটিং সিস্টেমের (উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স) উপযোগী ফায়ারফক্স বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন