পিডিএফ ইট দ্বারা ওয়েবপেজকে পিডিএফ বানানো
বিভিন্ন কারনে ওয়েবপেজকে পিডিএফ বা ইমেজ (ছবি) হিসাবে সেভ করার প্রয়োজন হয়। এমন অনেক সফটওয়্যার আছে যার দ্বারা ওয়েবপেজকে পিডিএফ বানানো যায়। তবে এর মধ্যে মজিলা ফায়ারফক্সের পিডিএফইট এ্যাড-অন্স দ্বারা সহজেই যেকোন ওয়েবপেজের সম্পূর্ণ বা দৃশ্যমান অংশকে পিডিএফ বা ইমেজ (JPEG or PNG) ফাইলে সেভ করা যায়। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/7528 থেকে মাত্র ১৯ কিলোবাইটে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার যে ওয়েবপেজটি পিডিএফ করতে চান সেই ট্যাবে এসে থেকে Tools মেনু থেকে Pdf It!>Save As PDF এ ক্লিক করে থেকে সম্পূর্ণ বা দৃশ্যমান অংশকে পিডিএফ করবেন তা নিবার্চন করে সেভ করলেই হবে। একইভাবে ইমেজ হিসাবে সেভ করা যাবে। শটকাটের মাধ্যমেও সেভ করা যাবে। আর কোন সেটিং পরিবর্তন করতে চাইলে Tools>Pdf It!>Options গিয়ে করতে পারেন।
এক কোটি ধন্যবাদ, অনেক কাজে লাগবে।
মেহেদী সাহেব, এই-এড অনটি আমার আনেক কাজে লাগছে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমার ভাষা নেই। আপনার দীর্ঘায়ু কামনা করছি।