ইউনিকোডে লেখা রুপান্তর করুন

বাংলা ওয়েবসাইট এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাতে ওয়েবসাইটগুলোর মধ্যে ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট তৈরী করা সহজ এবং বেশ সুবিধাজনক। কিন্তু ইউনিকোড বাংলা লেখা কিছূটা জটিল এবং পূর্বের লেখা ডকুমেন্টকে নতুন করে লেখা খরচ এবং সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু অভ্র কনভার্টারের সাহায্যে বিজয়, আল্পনা, প্রবর্তনা বা প্রশিকা ফন্টকে ইউনিকোডে (৪.১) রপান্তর করা যাবে। এখানে সরাসরি লেখা পেষ্ট করে কনভার্ট করা যাবে যা টেক্টট হিসাবে সেভ করা যাবে। এছাড়াও টেক্টট ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা একসেসকে পূর্ণরুপে ইউনিকোড কনভার্ট করা যাবে। অভ্র কনভার্টার ০.৬.০ সফটওয়্যারটি www.omicronlab.com ওয়েবসাইটি থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। একই ওয়েবসাইট থেকে অভ্র কীবোর্ড ৪.০.২ বিনামূল্যে ডাইনলোড করে সরাসরি যেকোন এ্যাপলিকেশনে ইউনিকোডে বাংলা লেখা যাবে। সফটওয়্যারটি ব্যবহার করতে নতুন করে ইউনিকোড বাংলা ফন্ট ইনষ্টল করার দরকার হয় না সফটওয়্যার ইনষ্টল করলে কয়েকটি উম্মুক্ত ইউনিকোড বাংলা ফন্ট ইনষ্টল হয়।

১ Comments on "ইউনিকোডে লেখা রুপান্তর করুন"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস