ফোল্ডারের পটভূমিতে ছবি যোগ করা

উইন্ডোজ এক্সপিতে কোন ফোল্ডারের পটভূমিতে পছন্দের ছবি যোগ করা বা পটভূমির রঙ বা ফোল্ডারের লেখার রঙ পরিবর্তন করা যায় উইন্ডোপেপার এক্সপি সফটওয়্যার দ্বারা। এজন্য www.sodabush.com/windowpaper থেকে ২.০৯ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Step 1 এর এ ক্লিক Select Folder করে যে ফোল্ডারের পটভূমিতে ছবি যোগ করতে চান সেটি নির্বাচন করুন এবং Step 2 এর Change Image বাটনে ক্লিক করে পটভূমিতে যে ছবি দেখতে চান সেটি নির্বাচন করুন। তাহলে উক্ত ফোল্ডারের পটভূমিতে আপনার পছন্দের ছবি চলে আসবে। Include Subfolders চেক করলে উক্ত ফোল্ডারের ভিতরে থাকা সকল সাব-ফোল্ডারেও একই কার্য সম্পন্ন হবে।
আপনি যদি পটভূমিতে ছবি না নিয়ে পটভূমির রঙ পরিবর্তন করতে চান তাহলে Step 1 এর কাজ শেষে Step 2 এর Change Color বাটনে ক্লিক করে পছন্দের রঙ নির্বাচন করে ওকে করুন।
আর যদি আপনি কোন ফোল্ডারের টেক্সের রঙ পরিবর্তন করতে চান তাহলে Step 1 এর কাজ শেষে Step 3 এর Change Text Color বাটনে ক্লিক করে পছন্দের রঙ নির্বাচন করে ওকে করুন।
আপনি যদি পূর্বের অবস্থাতে ফিরে যেতে চান তাহলে Default বাটনে ক্লিক করুন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস