সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সহজেই গুগল সার্চের সবগুলো সুবিধা ব্যবহার করা

মেহেদী আকরাম | October 19, 2009, 8:00 PM

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে বিভিন্ন ধরনের সার্চ করা যায়। সার্চে এসব সুবিধা পেতে হয় এ্যাডভান্স সার্চে গিয়ে। কিন্তু ফায়ারফক্স ব্যবহারকারীরা গুগল ফিচার সার্চ এ্যাড-অন্স দ্বারা। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/14394 থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন দেখবেন নতুন একটি টুলবার এসেছে। এখানে Search ড্রপডাউনে ক্লিক করে যে বিষয়ে সার্চ করতে চান নির্বাচন করে ডানের টেক্সট বক্সে যা সার্চ করবেন তা লিখে Go বাটনে ক্লিক করলেই হবে। ফলে গুগল সার্চের সর্বোচ্চ সুবিধা পেতে পারবেন সহজেই।

মন্তব্য করুন