উইনপিডিএফ দিয়ে পিডিএফ ফাইল তৈরী করুন

পিডিএফ নামে পরিচিত জনপ্রিয় ফাইল ফরম্যাট ‘পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট’ পড়তে অনেকগুলো সফটওয়্যার থাকলেও তৈরী করার জন্য তেমন ভাল সফটওয়্যার নেই। এডোবি এক্রোবেট থাকলেও এর যায়গা ৯৬ মেগাবাইটের মত। এছাড়াও ১.৩৫ মেগাবাইটের ডুপিডিএফ (www.dopdf.com) দিয়ে পিডিএফ তৈরী করা গেলেও বাংলা লেখা কোন ডকুমেন্ট পিডিএফ তৈরী করতে গেলে লেখার ফরম্যাট পরিবর্তন হয়ে যায় এমনকি কিছু কিছু বাংলা দেখা যায় না। তবে ইংরেজী ফন্টের ক্ষেত্রে তেমন সমস্যা হয় না। তবে আপনি যদি উইনপিডিএফ ব্যবহার করেন তাহলে এধরণের সমস্যায় পরতে হবে না। ৯.৪৫ মেগাবাইটের এই সফটওয়্যারটি www.winpdf.com সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। ডুপিডিএফের মতই সফটওয়্যারটি ইনষ্টল করলে WinPdf Writer নামে প্রিন্টার আসবে। এখন সহজেই যেকোন ডকুমেন্ট WinPdf Writer প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করলে পিডিএফ হিসাবে সেভ করার ডায়ালগ বক্স আসবে। ব্যাস নাম লিখে নির্দিষ্ট লোকশেনে সেভ করলেই হবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস