পিডিএফকে ওয়ার্ডে রূপান্তর করা

জনপ্রিয় ফাইল ফরম্যাট (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) পিডিএফ তৈরী করার বা পড়ার বিভিন্ন সফটওয়্যার রয়েছে কিন্তু পিডিএফ ফাইলকে ওয়ার্ডে রূপান্তর করার তেমন ভাল সফটওয়্যার নেই। তবে ফ্রি পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার দ্বারা সহজেই ওয়ার্ডে রূপান্তর করা যায়। এখানে পিডিএফ ফাইলের সকল পৃষ্ঠা বা নির্দিষ্ট কিছূ পৃষ্ঠা রূপান্তর করা যাবে। এছাড়াও ওয়ার্ডে টেক্স বক্স ব্যবহার করবেন কিনা বা সেপ এবং ইমেজ থাকবে কিনা তা পূর্বে নির্ধারণ করা যাবে। ১.০৭ মেগাবাইটের এই ফ্রি সফটওয়্যারটি www.hellopdf.com সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তবে বাংলা ফন্টের পিডিএফ ফাইল ঠিকমত রূপান্তর হয় না। সুতারাং আপনার কম্পিউটারে কোন পিডিএফ রিডার ইনষ্টল না করা থাকলেও আপনি তা ওয়ার্ডে রূপান্তর করে দেখতে পারবেন।

১ Comments on "পিডিএফকে ওয়ার্ডে রূপান্তর করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস