সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৭ই মার্চ, ২০২৩ ইং | ৩রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মিউজিক ম্যাচে সবই হবে

admin | October 2, 2006, 8:59 AM

গান শোনার জন্য মিউজিক ম্যাচ আপনাকে সব ধরনের সুবিধা দেবে। প্রথমে আপনার কম্পিউটারের সকল মিউজিক ফাইল খুজে বের করে লাইব্রেরীতে রাখবে। অর্থাৎ আপনার কম্পিউটারে অবস্থিত গানের যায়গা কত এবং মোট কত সময় গান আছে তা দেখাবে লাইব্রেরীতে থাকা অবস্থায় স্টেটাস বারের ডানে। লাইব্রেরী থেকে আপনি পছন্দমত গান নির্বাচন করে শুনতে পারবেন। এখানকার গানে ডাবল কিক করলে উপরের পেয়ারে (বর্তমান প্লে লিষ্ট) তা যুক্ত হবে এবং তা ধারাবাহিক ভাবে চলবে। এই পে লিষ্ট সেভ করা যাবে। এছাড়া লাইব্রেরী থেকে খুব সহজে আপনার পছন্দের গান খুঁজে বেড় করতে পারবেন। তৈরী করতে পারবেন আপনার পছন্দের প্লে লিষ্ট। গানের ট্যাগ পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। এছাড়া অডিও সিডি রাইট সহ ডাটা সিডি এবং এম. পি. থ্রী ফরমেটে রাইট করা যাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পে লিষ্ট থেকে সরাসরি সিডি রাইট করা যাবে। সিডি থেকে গান কপি করতে পারবেন এম.পি.থ্রী বা ওয়েব ফরমেটে। কম্পিউটারের থাকা গানের ফরমেট পরিবর্তন করতে পারবেন ওয়েব, এম.পি.থ্রী বা এম. পি. থ্রী প্রো থেকে এদের যে কোন ফরমেটে। মোটকথা শুধু অডিও গান শোনাই নয় মিউজিক ম্যাচ জুক বক্স-এ আপনি পাচ্ছেন পরিপূর্ন গান শোনার সব ধরনের উপাদান। এরসাথে আপনার কম্পিউটারে যদি ইন্টারনেটের সংযোগ থাকে তাহলে এর দ্বারা রেডিও শুনতে পাবেন। মিউজিক ম্যাচ জুক বক্স ১০ সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যাবে www.musicmatch.com ওয়েবসাইটে। এখন চটপট ডাউনলোড করে দেখুন এর কারিশমা।

১টি মন্তব্য

মন্তব্য করুন