প্রোএক্সপিএন দ্বারা আইপি হাইড করে সাইট দেখা

অনেক সময় নিজের আইপি হাইড করে বা ব্লক করা ওয়েবসাইট দেখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রক্সি সাইট ব্যবহার করে বা ভিপিএন সফটওয়্যার দ্বারা তা করা যায়। এমনই একটি ভিপিএন সফটওয়্যার হচ্ছে প্রোএক্সপিএন। সফটওয়্যারটির ফ্রি অ্যাকাউন্ট সর্বোচ্চ ৩০০ কেবিপিএস স্পিড সমর্থন করে।
সফটওয়্যারটি ব্যাবহারের জন্য www.proxpn.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।
এখন প্রোএক্সপিএন সফটওয়্যারটিতে ইউজার (ইমেইল) পাসওয়ার্ড দিয়ে Connect বাটনে ক্লিক করুন তাহলে ভিপিএন চালু হবে এবং নতুন আইপি পাবে যা সিস্টেম ট্রেতে দেখা যাবে।
proxpn
peoxpn
অ্যাকাউন্ট না থাকলে Create an account বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন। আর এই ইউজার পাসওয়ার্ড সয়ংক্রিয়ভাবে সেভ হবে ফলে পরবর্তিতে ইউজার পাসওয়ার্ড দিতে হবে না।
proxpn
proxpn
তবে চাইলে তা পরিবর্তন করতে পারেন সিস্টেম ট্রেতে থাকা আইকনে ক্লিক করে।
ডিসকানেক্ট করতে চাইলে সিস্টেম ট্রেতে মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারবেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস