সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৭ই মার্চ, ২০২৩ ইং | ৩রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সেন্ডটুতে কম্প্রেসড জিপড ফিরিয়ে আনা

admin | October 10, 2008, 6:54 PM

উইন্ডোজ এক্সপিতে সহজেই কোন ফোল্ডার বা ফাইলকে জিপ করা যায়। ফাইল বা ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে সেন্ডটু থেকে Compressed (zipped) Folder এ ক্লিক করলে সোর্স ফোল্ডারে জিপ ফাইল তৈরী হয়। কিন্তু কোন কারনে সেন্ডটু মেনু থেকে Compressed (zipped) Folder মুছে গেলে তা ফিরিয়ে আনা যায় না। তবে নিন্মাক্ত পদ্ধতিতে আপনি তা ফিরিয়ে আনতে পারেন। এজন্য রানে গিয়ে rundll32 zipfldr.dll,RegisterSendto লিখে এন্টার করুন তাহলে সেন্ডটুতে Compressed (zipped) Folder ফিরে আসবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন