সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২০শে মার্চ, ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

একসাথে একাধিক মেইল চেক করুন

admin | October 21, 2008, 12:24 AM

আপনার যদি গুগল, ইয়াহু, হটমেইল বা এরকম বিভিন্ন ইমেইল একাউন্ট থাকে তাহলে সেগুলো খুলে চেক করা বেশ ঝামেলা বা সময় সাপেক্ষ ব্যাপার। একটি যাইগাতেই যদি সকল ধরনের মেইল চেক করার ব্যবস্থা করা যেত তাহলে বেশ হতে। ই-প্রোম্পটার সফটওয়্যারের সাহায্যে আপনি গুগল, ইয়াহু, হটমেইল, এএলও, রেডিফমেইল, এমএসএন, যেকোন ধরনে পপ সহ ১০০টিরও বেশী মেইল একাউন্টের মেইল চেক এবং মেইল পাঠাতে পারবেন। ৯০৯ কিলোবাইটের এই সফটওয়্যারটি www.eprompter.com থেকে ডাউলোড করে ইনষ্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Menu থেকে New Account ক্লিক করে ইমেইল ঠিকানা লিখে Next করুন এবং পাসওয়ার্ড লিখে Next করলে ইমেইল ঠিকানা যোগ হবে। এভাবে আপনি ইচ্ছামত ইমেইল ঠিকানা যুক্ত করতে পারেন। প্রত্যেকটি ইমেইল আলাদা আলাদা রঙে দেখাবে, যা সয়ংক্রিয়ভাবে আপডেট হবে। কতটি মেইল এসেছে তা সিস্টেম ট্রেতে থাকা আইকনে ধারাবাহিকভাবে দেখা যাবে। ফলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার কোন একাউন্টে কতগুলো মেইল এসেছে।

মন্তব্য করুন