মাই কম্পিউটার থেকে শেয়ার ডকুমেন্ট বাদ দেওয়া
উইন্ডোজ এক্সপি বা ভিসতায় মাই কম্পিউটার খুললে শেয়ার ডকুমেন্ট দেখা যায়। উইন্ডোজের সাথে ডিফল্ট থাকা এই শেয়ার ডকুমেন্ট মুছে বাদ দেওয়া যায়।
এজন্য রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_LOCAL_MACHINE SOFTWARE Microsoft Windows CurrentVersion Explorer My Computer NameSpace DelegateFolders যান এবং নিচে সাব কী {59031a47-3f72-44a7-89c5-5595fe6b30ee} মুছে দিন। এবার মাই কম্পিউটারে খুললে শেয়ার ডকুমেন্ট দেখা যাবে না।