সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

উইন্ডোজের জন্য মাইক্রোসফটের ডেস্কটপ ম্যানেজার

admin | August 24, 2008, 8:09 PM

মাইক্রোসফটের টেকনেট সমপ্রতি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডেস্কটপ ম্যানেজার ছেড়েছে। এই সফটওয়্যারের সাহায্যে একই সাথে চারটি ডেস্কটপ ব্যবহার করা যাবে যাতে ভিন্ন ভিন্ন এ্যাপলিকেশন ব্যবহার করা যাবে। অর্থাৎ একটি ডেক্সটপে যে এ্যাপলিকেশন ব্যবহার করছেন তা অন্য ডেক্সটপে দেখা যাবে না। মাত্র ৬২ কিলোবাইটের এই সফটওয়্যারটি ইনষ্টল করার প্রয়োজন নেই। সফটওয়্যারটি http://technet.microsoft.com/en-us/sysinternals/cc817881.aspx থেকে ডাউনলোড করা করে আনজিপ করে রান করলে সিস্টেম ট্রেতে ডেস্কটপ ম্যানেজারের আইকন আসবে। এই আইকনের উপরে ক্লিক করে আপনি অন্য ডেক্সটপে যেতে পারবেন। আর সেটিং পরিবর্তন বা হটকী ব্যবহারের জন্য আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Options এ ক্লিক করুন।

মন্তব্য করুন