কম্পিউটার চালু ও বন্ধের সময় দেখা
আপনার কম্পিউটারের ব্যবহারকারী যদি একাধিক হয় তাহলে আপনি বুঝতে পারবেন না কে কখন আপনার কম্পিউটার খুলছে বা বন্ধ করছে। কিন্তু আপনার জানা জরুরী কখন আপনার কম্পিউটার খুলেছে বা বন্ধ হয়েছে। এ সব তথ্য আপনার কম্পিউটার ঠিকই হিসাব করে রাখছে। SchedLgU.Txt নামের একটি টেক্টট ফাইলে এসব তথ্য আছে। সিস্টেম রুটে অর্থাৎ যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে সে ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারে ফাইলটি আছে সেখান থেকে বা স্টার্ট মেনু থেকে রানে গিয়ে SchedLgU.Txt লিখে ওকে করলেই ফাইলটি নোট প্যাডে খুলবে। এবার ডকুমেন্টের ভিতরে [ ***** Most recent entry is above this line ***** ] লেখা লাইনের উপরে সর্বশেষ কখন কম্পিউটার খুলেছেন সেই সময় দেওয়া আছে। তার উপরে সর্বশেষ বন্ধ হবার সময় আছে। এই ভাবে ধারাবাহিকভাবে তথ্যগুলো আছে। ৩২ কিলোবাইটের এই ফাইলটিতে সর্বশেষ ১৩৫ বার কম্পিউটার খোলা ও বন্ধ করার তথ্য (সময় ও তারিখ) সংরক্ষিত থাকে। কম্পিউটার ১৩৫ বারের বেশী খোলা ও বন্ধ করলে উক্ত লাইন আবার প্রথম থেকে আসতে থাকবে অর্থাৎ পূর্বের তথ্যের উপর নতুন তথ্য প্রতিস্থাপন হবে। তবে মজার বিষয় হচ্ছে আপনি বা অন্যকেউ ইচ্ছা করে ফাইলটি মুছতে, প্রতিস্থাপন করতে বা এর কোন তথ্য পরিবর্তন করতে পারবেন না।
এছাড়াও কমান্ড প্রম্পট থেকেও সহজে জানতে পারবেন।
পদ্ধতি ১) run এ গিয়ে cmd লিখে এন্টার চাপুন এবং কমান্ড প্রম্পটে net statistics workstation লিখে এন্টার দিন তাহলে Statistics since 01/14/2007 11:25:15 pm এর মত একটা লেখা দেখতে পাবেন।
পদ্ধতি ২) run এ গিয়ে cmd লিখে এন্টার চাপুন এবং কমান্ড প্রম্পটে systeminfo লিখে এন্টার দিন তাহলে বিভিন্ন তথ্য দেখাবে, এর মধ্যে System Boot Time: 14/JAN/2007, 11:56:57 AM হচ্ছে কম্পিউটার চালুর সময়।
Mehdi, That is very nice.
Mehdi Bhai,
Very nice tips.