সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফায়ারফক্সের ব্যাকস্পেস নিস্ক্রিয় করা

admin | February 24, 2009, 4:18 PM

ব্রাউজার ব্যাকস্পেস কী চাপলে পূর্বের পৃষ্ঠাতে ফিরে যায়। অনেক সময় এটা বেশ বিরক্তির কারণ হয়ে যায়। মজিলা ফায়ারফক্সে আপনি ব্যাকস্পেসের এই ব্যবহার বন্ধ করতে পারেন। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন এবং I’ll careful, promise! বাটনে ক্লিক করুন। এবার Filter এ browser.backspace_action লিখে এন্টার করুন। browser.backspace_action এর উপরে ডাবল ক্লিক করে ভ্যালু ০ এর পরিবর্তে ২ দিন তাহলে ব্যাকস্পেসে আর পূর্বের পেজ আসবে না।

মন্তব্য করুন