ফাইল ফোল্ডারের হিসাব দেখুন স্পেস স্নিফারে
আমরা যে ফাইল বা ফোল্ডার রাখি সেগুলো কোথায় কি অবস্থায় আছে তা দেখার দারুন এক সফটওয়্যার হচ্ছে স্পেস স্নিফার। ফ্রি এই সফটওয়্যার দ্বারা আপনি ড্রাইভে থাকা ফাইল এবং ফোল্ডারের চিত্র দেখতে পারবেন। এছাড়াও উক্ত ফাইল বা ফোল্ডার ক্লিক করে খুলতে পারবেন। এবং অব্যবহৃত এবং খালি যায়গা আলাদাভাবে দেখা যাবে। ৮৭২ কিলোবাইটের পোর্টেবল এই সফটওয়্যারটি www.uderzo.it থেকে ডাউনলোড করুন।