ইমেইলের মাধ্যমে ব্লগারে পোস্ট করা
যারা ব্লগারে নিয়মিত ব্লগ লেখেন তারা সাধারণত লগইন করে লেখা পোস্ট করে থাকেন। কিন্তু আপনি চাইলে আরো সহজে ইমেইলের মাধ্যমে ব্লগারে লেখা পোস্ট করতে পারেন। এজন্য www.blogger.com এ লগইন করুন। এবার আপনার ব্লগ টাইটেলের বামে মেইল বাটনের (Set up Email Posting) উপরে ক্লিক করুন। এবার টেক্সট বক্সটি পূরণ করে Save বাটনে ক্লিক করলে ইমেইল ঠিকানা নিশ্চিত হবে। আপনি চাইলে পরবর্তিতে এই ঠিকানা পরিবর্তন করা যাবে। এবার EDIT SETTINGS এ ক্লিক করে Posting Options এ Publish emails immediately অপশন বাটন নির্বাচন করুন। এবার SAVE SETTINGS বাটনে ক্লিক করে সেভ করুন। এখন থেকে আপনার জিমেইল (যে ইমেইল ঠিকানা দ্বারা লগইন করেছেন) থেকে নতুন প্রাপ্ত ব্লগস্পটের মেইলে মেইল করলে তা তাৎক্ষনাত ব্লগে প্রকাশিত হবে। ইমেইলের সাবজেক্ট আপনার পোস্টের সাবজেক্ট হিসাবে প্রকাশিত হবে।