সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সহজেই নেটওয়ার্কের কম্পিউটার বন্ধ করা

মেহেদী আকরাম | September 4, 2010, 12:58 PM

যাদের একসাথে অনেক কম্পিউটার বন্ধ করার প্রয়োজন হয় তারা সাধারণ একটি একটি করে কম্পিউটার বন্ধ করে থাকে। এটা বেশ সময় সাপেক্ষ এবং ঝামেলার ব্যাপার। তবে ল্যান শার্টডাউন সফটওয়্যার থাকলে এক ক্লিকে একাধিক কম্পিউটার বন্ধ, রিস্টার্ট এবং লগঅফ করা যায়। অফিসে অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কে থাকলে বা কম্পিউটার ল্যাবের ক্ষেত্রে এই সফটওয়্যার বেশ কাজে দেবে। মাত্র ১ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.lantricks.com/lanshutdown থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল করার পরে কম্পিউটারগুলো যুক্ত করতে হবে। এরপরে যে যে কম্পিউটার বন্ধ করতে চান সেগুলো নির্বাচন করে অপশন Shutdown বাটন নির্বাচন করে (Force Terminating Application নির্বাচিত রেখে) Shutdown! বাটনে ক্লিক করলেই হবে।

মন্তব্য করুন