সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পাওয়ার সাউন্ড এডিটর: অডিও ফাইল সম্পাদন করার সফটওয়্যার

মেহেদী আকরাম | July 28, 2010, 12:00 PM

বিভিন্ন কারণে অডিও ফাইল সম্পাদন করার দরকার পরে। অডিও ফাইল সম্পাদন করার বিভিন্ন সফটওয়্যারগুলোর মধ্যে পাওয়ার সাউন্ড এডিটর ফ্রি অন্যতম। ২০ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যার www.free-sound-editor.com থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি দ্বারা MP3, MP2, WMA, WAV এবং OGG ফরম্যাটে অডিও ফাইল রেকর্ড এবং রূপান্তর করা যায়। এমনকি ভিডিও ফাইল এবং ইউটিউব থেকে অডিও রুপান্তর করা যাবে। এছাড়াও উপরোক্ত ফাইলগুলো থেকে অডিও সিডি রাইট (বার্ন) করা যাবে। আর অডিও সম্পাদনা করার সকল সুবিধাতো (ইফেক্ট দেওয়া, কপি-পেস্ট-ডিলিড করা, নয়েজ রিডকশন) রয়েছেই।

মন্তব্য করুন