ম্যাকাফি ভাইরাস স্ক্যান প্লাসের ২০০৯ লাইসেন্সের মূল্য (১ বছরের) ৩৯.৯৯ ডলার যা আপনি চাইলে বিনামূল্যে পেতে পারেন ৩১ ডিসেম্বর ২০০৮ পর্যন্ত। এজন্য http://us.mcafee.com/root/campaign.asp?cid=53347 সাইটে যান। এতে ১ বছরের জন্য ১টি কম্পিউটারে ব্যবহারের উপযোগী ভাইরাস স্ক্যান প্লাসের মূল্য ৩৯.৯৯ ডলার দেখা যাবে। আপনি নিচের বাম পাশের টেক্সটবক্সে VSPPROMOCF লিখে Submit Code বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে এটার প্রোসেসিং শেষ হবে এবং ৩৯.৯৯ ডলার ডিসকাউন্ট দেখাবে ফলে আপনার প্যাকেজের মূল্য হবে ০ ডলার। এবার Checkout বাটনে ক্লিক করুন। এবার Create an Account থেকে আপনার একাউন্ট তৈরী করতে বিভিন্ন তথ্য দিয়ে I Agree বাটনে ক্লিক করুন। তাহলে বিস্তারিত তথ্য আপনার মেইলে পৌছে যাবে এবং Transaction Completed আসবে। এখানে Click here লিংকে ক্লিক করুন। এবার Download বাটনে ক্লিক করে ডিএম সেটআপ ফাইলটি ডাউনলোড করুন। সফটওয়্যারটি http://download.mcafee.com/molbin/iss-loc/mdm/en-us/3.0.161/1/DMSetup.exe এই লিংক থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। এবার সফটওয়্যারটি চালু করে আপনার রেজিস্ট্রেশন করা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে Next করুন। এবার আবারো Next করুন। এবার সফটওয়্যারটি ডাউনলোড করে উপভোগ করুন ১ বছরের জন্য ম্যাকাফি ভাইরাস স্ক্যান প্লাসের ২০০৯।
My registration is complite.
Thanks for this tips.
[email protected]
[email protected]
ধন্যবাদ, মেহেদী ভাই। ভালো জিনিস দিয়েছেন। এটা কি আপডেট হবে? অর্থাৎ আপডেট করলে কি কোন প্রবলেম হবে?