এক্সপিকে ২০১০ সাল পর্যন্ত সাপোর্ট দেবে মাইক্রোসফট

মাইক্রোসফট ঘোষণা করেছিলো যে তারা ২০০৮ সালের পরে আর উইন্ডোজ এক্সপি বিক্রি বা অনান্য সার্ভিস দেবে না। কিন্তু সমপ্রতি এক্সপি ব্যবহারকারীদের প্রতিক্রিয়া এবং এক্সপির জনপ্রিয়তার কথা বিবেচনা করে জানায় ২০১০ সালের ৩০জুন পর্যন্ত তারা এক্সপি বিক্রি এবং আনুসঙ্গিক অনান্য সেবা দেবে। মাইক্রোসফটের উইন্ডোজগুলোর মধ্যে এক্সপি সবচেয়ে বেশী জনপ্রিয় এবং বেশী বিক্রিত অপারেটিং সিস্টেম। ২০০১ সালের অক্টোবরে বাজারজাত হওয়ার পরে দীর্ঘ্য পাঁচ বছর পরে উইন্ডোজ ভিসতা বাজারে আসে কিন্তু অত্যাধিক হার্ডওয়্যার প্রয়োজন হওয়ার কারণে ভিসতা এক্সপির বাজার ধরতে পারছে না। এছাড়াও কম মূল্যের কম্পিউটারগুলো (ওয়ান ল্যাপটপ পার চাইল্ড, ইন্টেল ক্লাসমেট পিসি ইত্যাদি) ভিসতা ব্যবহারের অনুপযোগী। আর উইন্ডোজের পরবর্তী সংস্করণ ২০০৯ সালে আসার কথা থাকলেও তা ২০১০ সালে আসবে বলে জানিয়েছে মাইক্রোসফট। সবকিছু মিলে এক্সপি ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে তারা আরো দুটা বছর এক্সপির সেবা পাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস