সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

উইন্ডোজের এক্সপির লুকানো কিছু ইউটিলিটি

admin | January 24, 2009, 2:05 PM

উইন্ডোজ এক্সপির বেশ কিছু ইউটিলিটি আছে যেগুলোর খোঁজ অনেকেই জানি না। কিন্তু হিডেন ইউটিলিটি এক্সপি সফটওয়্যার দ্বারা এগুলো সহজেই চালু করা যায়। উইন্ডোজ ইউটিলিটি এবং কমান্ড লাইট ইউটিলিটি মিলিয়ে প্রায় ১০০টি মত জানা অজানা ইউটিলির তালিকা এবং চালু করার ব্যবস্থা রয়েছে এই ছোট সফটওয়্যারে। ২২৯ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://camtech2000.net থেকে ডাউনলোড করে নিন। এবার ইনস্টল করে চালু করে দেখুন। Windows utilities এবং Command Line utilities নামে ভিন্ন ভিন্ন ইউটিলিটির তালিকা দেয়া আছে। এবার প্রয়েয়াজনমত চালু করুন দরকারী ইউটিলিটিটি।

১টি মন্তব্য

  1. মেহেদি ভাই আপনাকে এই টিউনটির জন্য ধন্যবাদ।ডাউনলোড করলাম।

মন্তব্য করুন