হিরেনস বুট সিডি: গোস্ট দ্বারা কয়েক মিনিটে উইন্ডোজ ইনস্টল
নরটন গোস্ট দ্বারা সহজেই উইন্ডোজসহ অনান্য সফটওয়্যার ইনস্টল করা যায় মাত্র করেক মিনিটে। এজন্য গোস্টের সফটওয়্যার প্রয়োজন। হিরেনস বুট সিডিতে নরটন গোস্টসহ মিনি এক্সপি থাকাতে সহজেই (গ্রাফিক্যাল মুডে) এই কাজটি করা যায়।
প্রথমে কম্পিউটারে (C: ড্রাইভে) উইন্ডোজ ইনস্টল দিন এবং উইন্ডোজ চালু করে প্রয়োজনীয় পরিবর্তন করে দরকারী সকল সফটওয়্যার ইনস্টল করুন। এবার হিরেন বুট সিডি কম্পিউটারে প্রবেশ করিয়ে রিস্টার্ট করুন। বুট মেনু আসলে থেকে Mini XP নির্বাচন করে এন্টার চাপুন তাহলে মিনি এক্সপি লোড হবে।
ডেক্সটপ থেকে HBCD Menu চালু করে Menu থেকে Backup>Ghost 32* চালু করুন। কোন সতর্ক বার্তা আসলে OK করে About বার্তাতেও Ok করতে হবে। তাহলে নরটন গোস্ট চালু হবে।
ইমেজ তৈরী করতে নরটন গোস্টের মেনু থেকে Local>Partition>To Image নির্বাচন করে Ok করুন। এখন যে ড্রাইভের (C:) ইমেজ তৈরী করতে চান সেটি নির্বাচন করে Ok করুন এবং অন্য একটি ড্রাইভে নাম লিখে সেভ করুন। এখন ফাইলটি কমেপ্রস সংক্রান্ত (No | Fast | High) ম্যাসেজ আসবে (এখানে No করলে কমেপ্রস হবে না কিন্তু কম সময় লাগবে, Fast করলে দ্রত কম্পেস হবে এবং কিছুটা ধীর গতিতে কাজ করবে এবং High করলে অধিকতর কমেপ্রস হবে এবং বেশী ধীর গতি হবে )। এরপরে Proceed ম্যাসেজে YES করলে কপি শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে কপি সম্পন্ন হবে।
যে কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে (ইমেজ রিস্টোর করতে) চান সেই কম্পিউটার হিরেন বুট সিডি দ্বারা চালু Mini XP চালু করুন। প্রয়োজনে মিনি এক্সপি থেকে সি ড্রাইভ ফরম্যাট করে নিতে পারেন।
এবার ডেক্সটপ থেকে HBCD Menu দ্বারা Ghost 32* চালু করে নরটন গোস্টের মেনু থেকে Local>Partition>From Image নির্বাচন করে Ok করুন। এখন ডিক্স নির্বাচন করে যে পার্টিশনে (C:) ইনস্টল করতে চান সেটি নির্বাচন করে Ok করুন। এরপরে Proceed ম্যাসেজে YES করলে কপি শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে উইন্ডোজ কপি সম্পন্ন হবে।
অবশেষে কম্পিউটার রিস্টার্ট করে সিডি বের করুন এবং উইন্ডোজ ব্যবহার করুন। উইন্ডোজে অধিক সফটওয়্যার ইনস্টল করলে ইমেজ ফাইলটির সাইজ বেশী হবে। যে কম্পিউটারে ইমেজ রিস্টোর করবেন সেই কম্পিউটারের ড্রাইভের সাইজ লক্ষ্য রাখা উচিত। সি ড্রাইভ ইমেজ করে উক্ত ইমেজ নতুন কম্পিউটারে সি ড্রাইভে রিস্টোর না করলে উইন্ডোজ বুট হবে না। কারণ বুট ফাইল সি ড্রাইভের। সেক্ষেত্রে ম্যানুয়ালী বুট ফাইল পরিবর্তন করতে হবে।
হিরেন বুট সিডির (১০.১ সংস্করণের) ডাউনলোড লিংক সহ বিস্তারিত পাবেন www.shamokaldarpon.com/?p=1964 এখানে।
মেহেদী ভাই আপনার দেয়া পোস্টটা বেশ কাজ করেছে।এতদিন NTFS ফাইল সিস্টেমে হিরেন বুটস নিয়ে সমস্যাই ছিলাম যা সমাধান হল এখন।তবে একটা জিজ্ঞাসা হল লেপটপ বিষয়ে।লেপটপে এতদিন হিরেন বুটস ৯.৭ রান করাতে পারিনি।কারণ এটি সাটা ড্রাইভার এমবিডেট না।১০.১ ভার্সন কি লেপটপে রান হবে এবং আপনার উক্ত নিয়মে কাজ করতে পারব?
আমি নিশ্চিত নয়। চেষ্টা করে দেখুন।
চৎমকার লেখা। আচ্ছা সাইটটা কি মেহেদী ভাইয়ের নাকি? খুব ভালো হয়েছে চালিয়ে যান। আমি আজকেই সাইটটা দেখলাম। The BOBs এর ঠিকানা পেয়েছি।
আপনার ভরসাই আছি।আপনি যদি একটু এ দিকটা দেখেন খুবই ভাল হয় আরকি।
আপনি চালিয়ে করে দেখেন।
ঠিক আছে আপনার উপদেশ গ্রহণ করলাম।তবে এর উপর আপনার একটা পোষ্ট আশা করছি।
নতুন সংস্করণ ১১.০ দ্বারা চেষ্টা করে দেখতে পারেন।
বহৎ কাজের জিনিস। ধন্যবাদ মেহেদী ভাই।
ভাই মাথাটা খারাপ কইরা দিলেন ।
আমি একটা সমস্যায় আছি যদি একটু help করতেন
সমস্যা হইলো ….
হিরেন বুট সিডি কম্পিউটারে প্রবেশ করিয়ে রিস্টার্ট করছি
তারপর বুট মেনুতে Mini XP আসছে না mini windows xp আসছে ।
mini windows xp তে এন্টার করলাম লোড……
তারপর ডেক্সটপ থেকে HBCD Menu চালু করলাম ।
তারপর HBCD Menu থেকে Backup>Ghost 32* চালু করলাম কিন্তু কোন সতর্ক বার্তা আসছে না
ghost > file hbcd/wintools/files/ghost32.uha Missing Exit ? YES & NO এরকম এইটা message আসছে। যদি একটু help করতেন ।
এটা কি হিরেন বুট সিডি ১১.১???
যদি ১১.১ হয় তাহলে এমনটা হতে পারে। আপনি ১১.০ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।
মেহেদী ভাই ..
আমার টা হিরেন বুট সিডি ১১.১ না ।
আমার টা হলো hiren’s bootcd 11.0
১১.০ দিয়েই চেষ্টা করছি ।
আর অন্নকোনো version দিয়ে কি চেষ্টা করতে পারি ?
আপনার কাছে হিরেন বুট সিডি কোন version বেস্ট ?
১১.০ এবং ১১.১ এ মনে হয় সমস্যা আছে। আমি ১১.১ এ এই সমস্যা পেয়েছি।
তবে ১০.৫ ঠিক আছে। ১০.৫ ডাউনলোড করে দেখতে পারেন।
ভাই মাথাটা ঠিক হইছে ।
মেহেদী ভাই আপনাকে অনেক ধন্যবাদ & সমকাল দর্পণকেও অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
vai..a.. ami sakil ahmed (student)
ami prothome Hiren’s.BootCD 9.5 download koresi abong 1 ta cd
abong 1 ta dvd wright koresi…. atar somossa hosse…. graphical
mood ase na.
arpor ami Hiren’s.BootCD 11.1 download koresi abong 2 ta cd wright
koresi.atar somossa hosse… hbcd menu > backup > ghost 32* a file missing dekhay .
arpor
ami Hiren’s.BootCD 10.5 download koresi abong 1 ta cd wirght koresi.
atar somossa hosse mini xp chalu hoy na.
arpor ami Hiren’s.BootCD 10.6 download koresi abong 1 ta dvd wright
korsi. abong ata thik ase………. abong ami windows install korte
peresi……….
yes brother i did it…. apnake oneeeeeeeeeeeeeeeeeeek thanks
assa brother ai soft ta ki wondows 7 a kaj korbe ????
১১.১ ভার্সনে গোষ্ট এ সমষ্যা আছে। তাছাড়া অন্য সমস্যাগুলো হবার কথা না।
vaia amar laptop a windowes xp nissa na . ke korla laptop a windowes xp dabo.
amar lap top ar model (compaq presario cq43) .