বিনামূল্যে উবুন্টুর সিডি
লিনাক্স ঘরনার অপারেটিং সিস্টেম উবু্ন্টুর সর্বশেষ সংস্করণ ৮.০৪ (হার্ডি হ্যারন) বাজারে এসেছে কিছুদিন আগে। মুক্ত এই অপারেটিং সিস্টেম জনপ্রিয় করার লক্ষ্যে উবু্ন্টু কর্তৃপক্ষ বিনামূল্যে বিতরণ করে থাকে। উবু্ন্টুর ওয়েবসাইট www.ubuntu.com থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এছাড়াও বিনামূল্যে সিডি পেতে https://launchpad.net/+login?origin=shipit-ubuntu ঠিকানাতে রেজিষ্টেশন করুন। এবং https://shipit.ubuntu.com সাইটে গিয়ে Request a CD of Ubuntu Desktop Edition বা Request a CD of Ubuntu Server Edition এর উপরে ক্লিক করুন। এখন আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার নাম, ঠিকানাসহ যাবতীয় তথ্য পূরণ করে Submit Request বাটনে ক্লিক করুন। আপনি যদি একাধিক সিডি পেতে ইচ্ছুক হন তাহলে special request এ ক্লিক করে Quantity এর ঘরে কতগুলো সিডি পেতে চান তা লিখে নিচের টেক্সট বক্সে একাধিক সিডি পেতে চাওয়ার উপযুক্ত কারণ ব্যাখ্যা করুন এবং আপনার নাম, ঠিকানাসহ সকল তথ্য পূরণ করে Submit Request বাটনে ক্লিক করুন। তাহলে ৪-৭ সপ্তাহের ভিতরে আপনার প্রদত্ত ঠিকানাতে ডাকযোগে উবু্ন্টুর সিডি আসবে।
উবুন্টু বা মুক্ত সফটওয়্যার বিষয়ক বিভিন্ন তথ্য পেতে পারে এই সাইটগুলো থেকে