বুট মেনুতে সেফ মুড যোগ করা
একাধিক অপারেটিং সিস্টেম থাকলে কম্পিউটার খোলার সময় বুট মেনুতে কোন অপারেটিং সিস্টেম চালু করবেন তা নির্ধারন করা যায়। আর আপনি যদি উক্ত অপারেটিং সিস্টেম (এক্সপির জন্য) সেফ মুডে খুলতে চান তাহলে F8 চেপে সেফ মুড নির্বাচন করে সেফ মুডে প্রবেশ করতে হয়। কিন্তু আপনি চাইলে বুট মেনুতে সেফ মুড যোগ করতে পারেন ফলে সহজেই উক্ত নির্দিষ্ট উইন্ডোজে সেফ মুডে প্রবেশ করতে পারবেন।
এজন্য মাই কম্পিউটারে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এখন Advanced থেকে Start Up and Recovery এর Settings বাটনে ক্লিক করুন। এবার Edit বাটনে ক্লিক করলে boot.ini ফাইলটি নোটপ্যাডে খুলবে। এবার সবশেষে multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Windows XP Safe Mode” /safeboot:minimal /sos /bootlog লিখুন (যদি উইন্ডোজ সি ড্রাইভে হয়) এবং সেভ করুন। এবার কম্পিউটার রিস্টার্ট দিলে দেখা যাবে বুট মেনুতে নতুন Microsoft Windows XP Safe Mode নামে নতুন অপারেটিং সিস্টেম দেখাচ্ছে। এবার এটিতে ক্লিক করলে সি ড্রাইভের উইন্ডোজটি সেভ মুডে খুলবে।