বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক নোট
বাংলাদেশ স্বাধীন হবার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন টাকা (ব্যাংক নোট) মূদ্রন করা হয়। এর মধ্যে অনেক টাকায় আমরা (নতুন প্রজন্ম) দেখিনি। স্বাভাবিকভাবে এগুলো আর কখনো বাজারে আসবে না। কিন্তু তাই বলে কি পুরাতন টাকা দেখতে কেমন ছিলো তা আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দেখা হবে না! ইন্টারনেটের দৌলতে আসল টাকা না হোক টাকার স্ক্যান কপি ছবি হিসাবে পাওয়া যাবে http://aes.iupui.edu/rwise/notedir/mappage.html (www.banknoteworld.com) থেকে। এ যাবৎ কালে মূদ্রিত প্রায় সব টাকার চিত্র রয়েছে এই সাইটে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় সকল দেশের সকল ব্যাংক নোটের চিত্র এখানে পাওয়া যাবে।