সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রিমোট ইউটিলিটিস দ্বারা কম্পিউটার নিয়ন্ত্রণ করা

মেহেদী আকরাম | June 28, 2012, 3:02 PM

রিমোট কম্পিউটার নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে। এর মধ্যে ভিএনসি, টিমভিউয়ার, রিমোট ডেক্সটপ কানেকশন, লগমিইন ইত্যাদি। তবে এমনই আরেকটি সফটওয়্যার হচ্ছে রিমোট ইউটিলিটিস। ফ্রিওয়্যার সফটওয়্যারটি দ্বারা রিমোট কম্পিউটার দেখা, নিয়ন্ত্রণ করা, ফাইল ট্রান্সেফার করা, চ্যাটিং করা, রিমোট কম্পিউটারের ডেক্সটপ রেকর্ড করা, রিমোট ইনস্টল করা, রেজিষ্ট্রি এডিট, পাওয়ার কন্ট্রোল ইত্যাদি।
Remote Utilities
সফটওয়্যারটির ফ্রি সংস্করণ এবং এন্টারপ্রাইজ সংস্করণ পাওয়া যাবে www.remoteutilities.com থেকে। সফটওয়্যারটি দুটি অংশ একটি ভিউয়ার আরেকটি সার্ভার। যে কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন সেই কম্পিউটার সার্ভার সংস্করণ এবং যে কম্পিউটার থেকে দেখবেন সেই কম্পিউটারে ভিউয়ার সংস্করণ ইনস্টল করতে হবে।

মন্তব্য করুন