লিনাক্স এবং ম্যাকে চলবে টিমভিউয়ার
জনপ্রিয় রিমোট কন্ট্রোলিং সফটওয়্যার টিমভিউয়ার এতাদিন শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যেত। এখন থেকে টিমভিউয়ার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাশাপাশি ম্যাক, লিনাক্স এমনকি আইফোনেও ব্যবহার করা যাবে। ফলে এক অপারেটিং সিস্টেম থেকে অন্য ধরনের অপারেটিং সিস্টেমে ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ, ফাইল ট্রান্সেফার, ডেক্সটপ শেয়ারিং করা যাবে। সকল সংস্করণের জন্য ডাউনলোড লিংক হচ্ছে www.teamviewer.com/download। আর টিমভিউয়ারের ব্যবহার বিস্তারিত জানতে পারবেন www.shamokaldarpon.com/?p=623 এখান থেকে।