কোন প্রোগ্রাম চালু করলে তার টাইটেলবারে বর্তমান তারিখ এবং সময় দেখা যায় টাইটেলবার ডেট-টাইম সফটওয়্যারের সাহায্যে। মাত্র কয়েক কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যার ইনস্টলযোগ্য এবং বহনযোগ্য উভয় সংস্করণই পাওয়া যাবে www.whisperingpinessoftware.com সাইট থেকে। সফটওয়্যাটি ডাউনলোড করে চালু করলে সক্রিয় থাকা টাইটেলবারে বর্তমান তারিখ এবং সময় দেখা যাবে। সেটিংস থেকে তারিখ এবং সময় এর রঙসহ বিভিন্ন কিছু পরিবর্তন করা যাবে। সফটওয়্যারটি চালু অবস্থায় সিস্টেম ট্রেতে অবস্থান করবে।
আপনার লেখা আমার খুব ভালো লেগেছে। আমি অনেক কিছু এ লেখা থেকে জানতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ।