আইএসও ফাইল রাইট করুন বার্নসিডিসিসি দ্বারা

অনেকেই আইএসও (ISO) ইমেজ ফাইল সিডি/ডিভিডিতে রাইট বা বার্ন করতে পারে না। সাধারণত বেশীভাগ ব্যবহারকারীই সিডি/ডিভিডিতে রাইট করতে নিরো ব্যবহার করে থাকে। তবে নিরো ছাড়াও বিভিন্ন বার্নিং সফটওয়্যার দ্বারাও সিডি/ডিভিডি রাইট করা যায়। এর মধ্যে বার্নসিডিসিসি দ্বারা সহজেই সিডি/ডিভিডিতে আইএসও ইমেজ ফাইল রাইট করা যায়। এজন্য BurnCDCC সফটওয়্যারটি চালু করুন এবং Browse বাটনে ক্লিক করে আইএসও (ISO) ইমেজ ফাইলটি নির্বাচন করুন। এখন ডিভাইস এবং স্পিড নির্বাচন করে Start বাটনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে সিডি/ডিভিডিতে রাইট সম্পন্ন হবে।
মাত্র ১৪৪ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.terabyteunlimited.com/downloads-free-software.htm থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস