ফ্রিওয়্যার বনাম ফ্রি সফটওয়্যার
আমরা প্রত্যেকে প্রায়ই বিনামূল্যে পাওয়া সফটওয়্যার ব্যবহার করে থাকি। ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে অথবা বাজারে পাওয়া সস্তা সিডি কিনে আমরা সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু এসব সফটওয়্যারের মধ্যে থাকে ফ্রিওয়্যার এবং ফ্রি সফটওয়্যার। আমরা কজনে জানি ফ্রিওয়্যার বা ফ্রি সফটওয়্যারের পার্থক্য। ফ্রিওয়্যার হচ্ছে সেসকল সফটওয়্যার যেগুলো বিনামূল্যে অনলাইন বা অন্য কোন যায়গা থেকে পাওয়া যায়। এই সফটওয়্যার তৈরীকৃত কোম্পানীর কপিরাইটের অধিকৃত থাকে। কপিরাইট আইন অনুযায়ী এই সফটওয়্যার কেউ বিক্রি বা পরিবর্তন করতে পারবে না। শেয়ারওয়্যার, ট্রাইলওয়্যার বা ডেমো সফটওয়্যারের সাথে এর মূল পার্থক্য হচ্ছে ফ্রিওয়্যার নির্দিষ্ট সময়ে শেষ হয় না। কিন্তু ফ্রি সফটওয়্যারে আপনি ইচ্ছামত সবই করতে পারবেন। বিনামূল্যেতো ডাউনলোড করতে পারবেনই এছাড়াও স্বাধীনভাবে কপি, বিতরণ বা পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন এমনকি সফটওয়্যারের কোন অংশ পরিবর্তন, পরিবর্ধন বা উন্নতি করতে পারবেন। ফ্রিওয়্যার মধ্যে অপেরা (ব্রাউজার), ডাউনলোড এক্সেলেটর (ডাউনলোড ম্যানেজার) ও রবো ফরম (ব্রউজার টুলস) অন্যতম এবং ফ্রি সফটওয়্যার গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে লিনাক্স এছাড়াও ফায়ারফক্স (ব্রাউজার), লাইমওয়্যার (ফাইলশেয়ারিং) উল্লেখ্যযোগ্য। আসলে আপাতদৃষ্টিতে ফ্রিওয়্যার বা ফ্রি সফটওয়্যারের পার্থক্য বোঝা যায় না। বর্তমানে উম্মুক্ত (ওপেন সোর্স) সফটওয়্যার জনপ্রি হওয়ার ফলে ফ্রি সফটওয়্যারই বৃদ্ধি পাচ্ছে।
ধন্যবাদ। তথ্য গুলো জানানোর জন্য।