সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এনড্রয়েড ডিভাইসের জন্য গুগল প্লে

মেহেদী আকরাম | May 1, 2012, 9:16 PM

সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগল তাদের অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ডিভাইসগুলোর জন্য অনলাইনে বিকিকিনি চালু করেছে যার নাম দিয়েছে গুগল প্লে। এতে এনড্রয়েড চালিত ডিভাইসের জন্য মিউজিক, বুক, মুভি, অ্যাপস এবং গেম কেনা এবং বিনামূল্যে ডাউনলোড করা যাবে। ক্রয়কৃত পণ্যের অর্থ পরিশোধ করতে সুযোগ থাকছে গুগল ওয়ালেটর মাধ্যমে।
গুগল প্লে মূলত গুগলের পূর্বের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর, গুগল মিউজিক ও গুগল ইবুক স্টোর এর সম্মেলিত সেবা। গুগল প্লের সরাসরি ঠিকানা হচ্ছে https://play.google.com এবং গুগল প্লাস পেজের ঠিকানা হচ্ছে https://plus.google.com/106886664866983861036

মন্তব্য করুন