অ্যালবামসহ ফেসবুকের ছবি গুগল+ এ নেওয়া

সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগলের নতুন সামাজিক সাইট হচ্ছে গুগল প্লাস। যারা ফেসবুক ব্যবহার করেন এবং বর্তমানে গুগল প্লাস ব্যবহার করছেন তারা হয়তো চান তাদের ফেসবুকের অ্যালবাম সহ ছবিগুলো যদি গুগল প্লাসে দেওয়া যেত তাহলে বেশ হতো।
ফেসবুকের অ্যালবাম সহ ছবিগুলো গুগল প্লাসে অর্থাৎ পিকাসাতে নেওয়া যায় খুবই সহজে। এজন্য ব্যবহারকারীকে গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম ব্যাবহার করতে হবে এবং একটি এক্সটেনশনটি ইনষ্টল করতে হবে। মাত্র কয়েকটি ধাপে সহজেই এটি করা যায়।
ধাপ১) প্রথমে গুগলে এবং ফেসবুকে লগইন করুন।
ধাপ২) এবার www.move2picasa.com সাইটে গিয়ে গুগল ক্রোমের এক্সটেনশনটি ইনষ্টল করে নিন। এক্সটেনশনটি ইনষ্টল করলে ক্রোম ব্রাউজারের উপরের ডানে Move Your Photos বাটন দেখা যাবে।

ধাপ৩) Move Your Photos বাটনে ক্লিক করে Login with Facebook এ ক্লিক করে Allow বাটনে ক্লিক করতে হবে।
ধাপ৪) Move Your Photos পেজে ফেসবুকের সকল অ্যালবাম এবং ছবিগুলো দেখা যাবে। এখানে কোন কোন অ্যালবাম পিকাসাতে নিতে চান সেগুলি নির্বাচন করে এবং নিচের Upload বাটনে ক্লিক করতে হবে।

তাহলে উক্ত অ্যালবামগুলো ছবিসহ পিকাসাতে একই নামে আপলোড হয়ে যাবে। আর পিকাসাতে থাকা ছবিগুলোই গুগল প্লাসের Photos ট্যাবে Your albums লিংকে দেখা যায়।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস