সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৭ই মার্চ, ২০২৩ ইং | ৩রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গুগল ইউআরএল ছোট করার সেবা উম্মুক্ত হলো

মেহেদী আকরাম | October 4, 2010, 12:15 AM

জনপ্রিয় সার্চ জয়ান্ট গুগল বেশ কিছুদিন আগেই ইউআরএল (ওয়েবসাইটের ঠিকানা) ছোট করার সেবা চালু করেছিলো এবং তা ছিলো গুগলের নিজস্ব কিছু সেবার সাথে সম্পৃক্ত, সর্বসাধারণের জন্য তা উম্মুক্ত ছিলো না। সম্প্রতি গুগল তা সবার জন্য উম্মুক্ত করে দিয়েছে। তবে গুগলের ইউজাররা লগইন করার পরে ইউআরএল ছোট করলে তা উক্ত ব্যবহারকারীর অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তিতে ব্যবহারকারীরা লগইন করে উক্ত ছোট করা লিংকে ক্লিক করা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবে। এর মধ্যে রয়েছে লিংকটি কখন তৈরী করা হয়েছে, কতবার ক্লিক করা হয়েছে, কখন ক্লিক করা হয়েছে, কোন ব্রাউজার থেকে, কোন সোর্স থেকে, কোন অপারেটিং সিস্টেম থেকে এমনকি কোন দেশ থেকে তা জানা যাবে এবং চিত্রের মাধ্যমে তা দেখা যাবে। এছাড়াও এটি প্রায় ১০০ ভাগ আপটাইম, নিরাপদ এবং গতি সম্পন্ন এই সাইটটি। গুগলের ইউআরএল ছোট করার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.goo.gl

মন্তব্য করুন