বাংলাদেশ থেকে ক্লোজআপ ওয়ানে ভোট দিতে পারেন

যদিও আগের মত জৌলুশ আর নেই ক্লোজআপ ওয়ানের। তারপরেও প্রতি পর্বে ভোটরে সংখ্যারও কম নয়। বাংলাদেশ থেকে এসএমএস এর পাশাপাশি টেলিভোট করা যায় কিন্তু ইন্টানেরটর মাধ্যমে ভোট করার সুযোগ নেই। ইন্টারনেটর (www.closeup1.com) মাধ্যমে ভোট করতে পারেন শুধুমাত্র প্রবাসীরা। অর্থাৎ বাংলাদেশের জন্য ওয়েবসাইটের ভোটিং পেজটি ব্লক করা। স্বাভাবিকভাবে বাংলাদেশের আইপি ব্যবহার করে উক্ত পেজ দেখা যায় না।
কিক্তু আইপি লুকালে আপনি উক্ত পেজটি দেখতে পারবেন এবং ভোট দিতে পারবেন। এজন্য www.hidemyass.com সাইটে ঢুকুন এবং টেক্সট বক্সের http://www.youtube.com মুছে www.closeup1.com লিখুন এবং Hide My Ass! বাটনে ক্লিক করুন। প্রবাসীর মত পেজটি পাবেন।
এবার ভোট করুন আপনার পছন্দের প্রার্থীকে।

One Comment on "বাংলাদেশ থেকে ক্লোজআপ ওয়ানে ভোট দিতে পারেন"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৩ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস