গুগলে এ্যাডওয়ার্ড বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়া

জনপ্রিয় সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের এ্যাডসেন্স সম্পর্কে কম বেশী সকলেই জানে। কিন্তু কেউ যদি গুগলে তার পণ্যের বা কোম্পানীর বিজ্ঞাপন দিতে চাই তাহলে তাকে গুগলে এ্যাডওয়ার্ড ব্যাবহার করতে হবে। নিচে ধাপে ধাপে বর্ণনা দেওয়া হলো।
ধাপ১) প্রথমে গুগলে লগইন করে https://adwords.google.com সাইটে যান।
ধাপ২) এরপরে Set your time zone and currency preferences এ দেশের নাম, টাইম জোন এবং কারেন্সি নির্বাচন করে Continue বাটনে ক্লিক করুন।
ধাপ৩) এরপরে Sign in to your AdWords account লিংকে ক্লিক করুন।
ধাপ৪) এখন নতুন বিজ্ঞাপন দিতে Campaigns ট্যাবে ক্লিক করুন এবং Create your first campaign বাটনে ক্লিক করুন।
ধাপ৫) এখন সবকিছু পূরণ করে Save and continue বাটনে ক্লিক করুন।
ধাপ৬) এবারে বিজ্ঞাপনে তথ্য লিখে Save and continue to billing বাটনে ক্লিক করুন।
ধাপ৭) এরপরে Account Setup এ continue বাটনে ক্লিক করে বিলের ঠিকানা এবং তথ্য দিন। আপনি সয়ংক্রিয়ভাবে এব্য ম্যানুয়ালি করা যায়। আর যদি এ্যাডওয়ার্ড ভাউচার (প্রমোশনাল কোড) ব্যাবহার করতে চান তাহলে বিলিং তথ্য না দিলেও চলবে।
বিনা খরচে বিজ্ঞাপন দিতে প্রমোশনাল কোড পাবার টিপস পাওয়া যাবে www.adwordstipsandtricks.blogspot.com থেকে। গুগল এ্যাডওয়ার্ডে প্রমোশনাল কোড ব্যবহার করতে চাইলে এ্যাডওয়ার্ডের Billing ট্যাবে ক্লিক করে More actions ড্রপ-ডাউনে ক্লিক করুন এবং Add a promotion code এ ক্লিক করে প্রমোশনাল কোড দিয়ে সাবমিট করুন। একটি অ্যাকাউন্টে একবারই প্রমোশনাল কোড ব্যাবহার করা যাবে।

২ Comments on "গুগলে এ্যাডওয়ার্ড বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়া"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস