বন্ধ হবার পরেও গুগল অ্যাপসে ফ্রি অ্যাকাউন্ট খোলা
সম্প্রতি (৬ ডিসেম্বর ২০১২) গুগল বিনামূল্যে গুগল অ্যাপসের সেবা বন্ধ করে দিয়েছে বিস্তারিত http://goo.gl/hDEAk। প্রথম দিকে কোন প্যাকেজ না থাকলেও পরবর্তিতে গুগল অ্যাপস ফর বিজনেস (পেইড), অ্যাপস ফর স্মল বিজনেস (৫০ টি পর্যন্ত) এবং অ্যাপস ফর এডুকেশন (ফ্রি) এবং অ্যাপস ফর গভারমেন্ট (ফ্রি) এনেছিলো।পরবতিতে অ্যাপস ফর স্মল বিজনেস এ ১০টি পর্যন্ত দেওয়া হয়। আর এবার সম্পূর্ণই বন্ধ করে দেওয়া হলো। তবে অ্যাপস ফর এডুকেশন (ফ্রি) এবং অ্যাপস ফর গভারমেন্ট (ফ্রি) আগের মতই আছে।
তবে চাইলে অ্যাপস ফর স্মল বিজনেস এ মাত্র ১ টি মেইল অ্যাকাউন্ট খোলা যাবে তাও একটু চালাকি করে।
এজন্য https://appengine.google.com/start/createapp গিয়ে একটি ফরম পূরণ করে Create Application বাটনে ক্লিক করুন। চাইলে পরবর্তিতে এই অ্যাপটি মুছে ফেলতে পারেন।
এরপরে Dashboard এ ক্লিক করে বামে পাশের প্যানেল থেকে Application Settings এ ক্লিক করুন।
এখানে Domain Setup অংশে Add Domain বাটনে করে পরবর্তি পেজের Sign up for Google Apps Standard বাটনে ক্লিক করে সেটআপ করুন।
বিস্তারিত: www.shamokaldarpon.com/?p=1303
http://www.khotikor.com
বেশ ভাল বুদ্ধি তো!
ভালা লাগল।
আমার সামান্য ব্লগ:
http://tipuasa.wordpress.com/
Wow, wondеrful blog layout! How long haνe you been blоgging for? уou maԁе bloggіng lοoκ еаsy. The ονеrall look of your websitе іs wоnderful, as well аs the сοntent!
Right