সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গুগল ড্রাইভে ২ জিবি বোনাস যায়গা

মেহেদী আকরাম | February 10, 2016, 9:13 AM

নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষ্যে গুগল তাদের ব্যবহারকারীদের স্থায়ীভাবে ২ গিগাবাইট স্টোরেজ দিচ্ছে। এজন্য ব্যবহারকারীদের ১৩ ফেব্রুয়ারী ২০১৬ এর মধ্যে সিকিউরিটি চেকআপ করতে হবে। মাত্র ২/১ মিনিট সময় ব্যায় হবে নিজের অ্যাকাউন্টের এই সিকিউরিটি চেকআপ করার জন্য। অবশ্য এতে ব্যবহারকরীর নিজের অ্যাকাউন্টের সুরক্ষতা নিশ্চিত হবে।
সিকিউরিটি চেকআপ এর জন্য প্রথমে সিকিউরিটি চেকআপ পেজে যান এবং লগইন করুন।
এখানে সর্বোচ্চ পাচটি রিভিউ এর অপশন আসবে, একে একে সবগুলোতে Done বাটনে ক্লিক করে যান। অবশ্য সবগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিন।

  1. Check your recovery information
  2. Check your connected devices
  3. Check your account permissions
  4. Check your app passwords
  5. Check your 2-Step Verification settings

সবশেষে Continue to account settings বাটনে ক্লিক করুন।
google-security-checkup-finish
এবার https://www.google.com/settings/storage এ গিয়ে দেখুন আপনার মোট স্টোরেজ বৃদ্ধি পেয়েছে। যদি না পেয়ে থাকে তাহলে তা ২৮ ফেব্রুয়ারী ২০১৬ এর মধ্যে হয়ে যাবে।
google-stroage

এই অফারটি গুগল অ্যাপস ‌ওয়ার্ক এবং গুগল অ্যাপস ‌এ্যডুকেশনের জন্য প্রযোজ্য নয়।

১১টি মন্তব্য

মন্তব্য করুন