সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩রা জুন, ২০২৩ ইং | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সহজেই ফেসবুকের ভিডিও ডাউনলোড করা

মেহেদী আকরাম | October 20, 2011, 1:13 PM

জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকের সাইট ফেসবুকে ভিডিও ডাউনলোড করতে চাইলে বেশ ঝামেলাই পড়তে হয়। তবে বিভিন্ন টুলস বা ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যায়।
ভিডিও ডাউনলোড করতে লিংক নিতে হবে। লিংক পেতে ভিডিওটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Open Link in New Tab করে এ্যাড্রেসবার থেকে লিংকটি কপি করুন। অথবা অন্য কোন পন্ধতিতে ভিডিও এর লিংকটি কপি করুন। এরপরে www.facebookvideodown.com সাইটে গিয়ে Enter the video link অংশে ফেসবুকের ভিডিও এর লিংক পেষ্ট করে Download! বাটনে ক্লিক করুন। তহলে নিচে Download this Video বাটন আসবে। উক্ত বাটনে ক্লিক করলে ভিডিওটি MP4 ফরম্যাটে ডাউনলোড হবে।

২টি মন্তব্য

  1. ইচ্ছে করে ফেইসবুকের সব ভিডিও এখনই সংগ্রহ করে রাখি। ভাল পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করুন