সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩১শে মার্চ, ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

উইন্ডোজ এক্সপি এবং ভিসতার জন্য ফ্রিওয়্যার এবং ফ্রি সফটওয়্যার

admin | February 20, 2008, 12:01 AM

আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি তার বেশীর ভাগই পাইরেসি কপি। বাকীগুলো ফ্রিওয়্যার এবং ফ্রি সফটওয়্যার। অনেক সময় ট্রাইল বা স্পাইওয়্যারও ব্যবহার করে থাকি, যা ব্যবহার করা ঝুকিপূর্ণ। এগুলো সাধারণত বিভিন্ন ওয়েব সাইট ঘুটে সংগ্রহ করা হয়। কিন্তু একটি সাইটে যদি বেশীরভাগ ফ্রিওয়্যার এবং ফ্রি সফটওয়্যার পাওয়া যায় তাহলে সময় অপচয় কম হবে সফটওয়্যারগুলো সংগ্রহ করতে। উইন্ডোজ এক্সপি এবং ভিসতাতে ব্যবহারযোগ্য সেরা ১০০ ফ্রিওয়্যার এবং ফ্রি সফটওয়্যার পাওয়া যাবে http://100-downloads.com ওয়েব সাইটে। এখানে ১৫টি শ্রেণীতে সফটওয়্যারগুলো ভাগ করে রাখা হয়েছে। এছাড়াও সফটওয়্যারের মূল ওয়েব সাইটের ঠিকানাও দেওয়া আছে।

২টি মন্তব্য

  1. আমি ডিফল্ট ফন্ট সাইজে লিখি। বড় করলে কিছু ঝামেলা হয়। তবে দেখার সময় আপনি বড় করে দেখতে পারেন।
    ধন্যবাদ

মন্তব্য করুন