আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি তার বেশীর ভাগই পাইরেসি কপি। বাকীগুলো ফ্রিওয়্যার এবং ফ্রি সফটওয়্যার। অনেক সময় ট্রাইল বা স্পাইওয়্যারও ব্যবহার করে থাকি, যা ব্যবহার করা ঝুকিপূর্ণ। এগুলো সাধারণত বিভিন্ন ওয়েব সাইট ঘুটে সংগ্রহ করা হয়। কিন্তু একটি সাইটে যদি বেশীরভাগ ফ্রিওয়্যার এবং ফ্রি সফটওয়্যার পাওয়া যায় তাহলে সময় অপচয় কম হবে সফটওয়্যারগুলো সংগ্রহ করতে। উইন্ডোজ এক্সপি এবং ভিসতাতে ব্যবহারযোগ্য সেরা ১০০ ফ্রিওয়্যার এবং ফ্রি সফটওয়্যার পাওয়া যাবে http://100-downloads.com ওয়েব সাইটে। এখানে ১৫টি শ্রেণীতে সফটওয়্যারগুলো ভাগ করে রাখা হয়েছে। এছাড়াও সফটওয়্যারের মূল ওয়েব সাইটের ঠিকানাও দেওয়া আছে।
You should be enlarged of Bangla font.
আমি ডিফল্ট ফন্ট সাইজে লিখি। বড় করলে কিছু ঝামেলা হয়। তবে দেখার সময় আপনি বড় করে দেখতে পারেন।
ধন্যবাদ